পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭
পিরোজপুর সদর উপজেলার পিরোজপুর-পাড়েরহাট সড়কের ঝাউতলা নামক স্থানে বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাতজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ১০ জন।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, আজ শুক্রবার (৮ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুর থেকে পাড়েরহাট যাবার পথে ঝাউতলা নামক স্থানে যাত্রী নামাচ্ছিল একটি অটোরিকশা। এ সময় পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস ইন্দুরকানী যাবার পথে ওই অটোরিকশাকে পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে সাইড দিতে গেলে অটোরিকশা, মোটরসাইকেল ও বাসের ত্রিমুখী সংঘর্ষ ঘটে।
এতে দুর্ঘটনাস্থলেই চারজন এবং পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজন মারা যায়। এ ঘটনার সাথে সাথে পিরোজপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার কাজে নেমে পড়ে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রেজোয়ান এ ঘটনায় ছয় জনের মৃত্যু নিশ্চিত করলেও পরে আরও একজন খুলনা নেওয়ার পথে মারা যায়।
এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পিরোজপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ। আহতদের পিরোজপুর হাসপাতালে ও গুরুতর আহতদের খুলনা ও বরিশালের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুজ্জামান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত সাতজন নিহত হয়েছে। নিহতদের দুইজনের বাড়ি পিরোজপুর সদর ও একজনের বাড়ি ভান্ডারিয়ায়। বাকীদের পরিচয় এখনো জানা যায়নি। এ ঘটনায় কতজন আহত হয়েছে সে ব্যাপারে নিশ্চিত কিছু জানাননি তিনি। এখনো দুর্ঘটনাস্থলে রয়েছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।