কুমিল্লা সিটিতে ৭৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সূচনা, মসিকের ১১ কেন্দ্রে টিটু
বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) উপনির্বাচন ও ও ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এরই মধ্যে কুমিল্লার ৭৬টি কেন্দ্রে ও ময়মনসিংহে ১১ কেন্দ্রে ঘোষণা করা হয়েছে বেসরকারি ফলাফল। এতে দেখা গেছে, কুসিকে এগিয়ে আছেন তাহসিন বাহার সূচনা এবং মসিকে ইকরামুল হক টিটু।
কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে আজ শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে ভোটগণনা।
সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আমাদের পাওয়া শেষ তথ্য বলছে, ময়মনসিংহ সিটি করপোরেশনে ১২৮টি কেন্দ্রের মধ্যে ১১টির ফলাফল মিলেছে। এই সিটিতে ১২৮টি ভোটকেন্দ্রে ভোটকক্ষে ছিল ৯৯০টি। মোট ভোটার তিন লাখ ৩৬ হাজার ৪৯৬ জন। এদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৩ হাজার ৮৭২ জন, নারী এক লাখ ৭২ হাজার ৬১৫ জন এবং নয়জন তৃতীয় লিঙ্গের ভোটার।
এখানে মেয়র পদে লড়ছেন মোট পাঁচজন। এ ছাড়া ৩৩টি সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৯ জন এবং ১১টি সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৬৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র প্রার্থীরা হলেন—ময়মনসিংহ সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. ইকরামুল হক টিটু (টেবিল ঘড়ি), জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম (ঘোড়া), উপদেষ্টা পরিষদের সদস্য সাদেক খান মিল্কী টজু (হাতি), কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সদস্য রেজাউল হক (হরিণ) এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন মণ্ডল (লাঙ্গল)। তবে, মূল প্রতিদ্বন্দ্বিতা ইকরামুল হক টিটু ও সাদেকুল খান মিল্কী টজুর মধ্যে হয়েছে বলে ধারণা স্থানীয়দের।
শেষ ১১টি কেন্দ্রের ফলাফলে আট হাজার ৩০৭ ভোট পেয়ে এগিয়ে আছেন ইকরামুল হক টিটু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদেকুল খান মিল্কী টজু পেয়েছেন দুই হাজার ২৮৮ভোট।
কুমিল্লায় সিটি করপোরেশন উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। বিএনপি থেকে বহিষ্কার দুই নেতা সাবেক মেয়র মনিরুল হক সাক্কু (ঘড়ি) এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা নিজামুদ্দিন কায়সার ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আর আওয়ামী লীগ মহানগর সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা বাস প্রতীকে এবং নগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর তানিম হাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এই সিটি করপোরেশনে ১০৫ কেন্দ্রের মধ্যে ৭৬ কেন্দ্রের ফলাফল মিলেছে। সে হিসেবে তাহসিন বাহার সূচনা ও সাক্কুর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে। এখন পর্যন্ত সূচনা ভোট পেয়েছেন ৩৩ হাজার ১৭৮ ভোট। আর সাক্কু পেয়েছেন ১৮ হাজার ৩১৬ ভোট।
কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে দুই লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার আছেন। এর মধ্যে পুরুষ এক লাখ ১৮ হাজার ১৮২ জন, নারী এক লাখ ২৪ হাজার ২৭৮ জন ও দুজন তৃতীয় লিঙ্গের। ১০৫টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ ছিল ৬৪০টি।