যুক্তরাষ্ট্রে লুমিয়া ৬৫০-এর বিক্রি শুরু
বাজারে উইন্ডোজ ফোনের কদর মোটামুটি। অ্যানড্রয়েড ফোনের রাজত্বের কারণে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন বেশ কোণঠাসা।
তবে বাজারে জনপ্রিয়তা পেতে কম কষ্ট করছে না উইন্ডোজ ফোন। এবার তারা নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন লুমিয়া ৬৫০। এর দাম রাখা হয়েছে ১৯৯ মার্কিন ডলার।
গত ফেব্রুয়ারিতে প্রথম স্মার্টফোনটি উন্মুক্ত করা হয়। এই উইন্ডোজ ফোনটিকে মাইক্রোসফট বলছে সুলভ মূল্যের স্মার্টফোন।
লুমিয়া ৬৫০ স্মার্টফোনে রয়েছে ৫ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার রেজ্যুলেশন ৭২০ X ১২৮০ পিক্সেলস। সিঙ্গেল ও ডুয়েল সিমের দুটি আলাদা সংস্করণ পাওয়া যাবে এই স্মার্টফোনটির।
স্মার্টফোনটির প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ২১২ এসওসি, যার সঙ্গে রয়েছে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর সিপিইউ এবং ১ জিবি র্যাম। ইন্টারনাল স্টোরেজ আছে ১৬ জিবির, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২০০ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ছবি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সাদা ও কালো—এ দুই রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি। এতে রয়েছে মেটাল বডি।
কানেক্টিভিটির জন্য রয়েছে ফোরজি এলটিই। ২০০০ এমএএইচের নন-রিমুভাবল ব্যাটারি রয়েছে। তবে উইন্ডোজ ১০ মোবাইলের ‘কন্টিনাম’ ফিচার এতে কাজ করবে না।