দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকার উত্তরাঞ্চলীয় কেপ প্রদেশে এক বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার কিম্বারলি শহরে এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, নিহত ব্যক্তির নাম খায়রুল আলম (৩৮)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ধামপাল গ্রামের আবদুল লতিফের ছেলে।
নিহতের বড় ভাই সোহেল আহমেদ জানান, গতকাল কিম্বারলির স্থানীয় সময় সকালে ডেলপট গ্রামে খায়রুলের ব্যবসা প্রতিষ্ঠানে এসে অতর্কিতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় তারা প্রকাশ্যে খায়রুলের বুক ও মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে।
পাঁচ বছরের বেশি সময় ধরে খায়রুল দক্ষিণ আফ্রিকায় বাস করছেন বলেও জানান তাঁর ভাই।