বৈশাখ উপলক্ষে দারাজ বাংলাদেশ ও সানসিল্কের অনলাইন মেলা
প্রতিবছরই বাংলা নববর্ষ উদযাপনে থাকে নানা আয়োজন। এই আয়োজনে নতুন মাত্রা যোগ করতে চলেছে দারাজ বাংলাদেশ ও সানসিল্ক। আসন্ন নববর্ষকে সামনে রেখে, বৈশাখের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং ক্রেতাদের ঝক্কি কমাতে অনলাইনে মেলার আয়োজন করেছে দারাজ বাংলাদেশ ও সানসিল্ক।
আগামী ৮ থেকে ১৪ এপ্রিল দারাজ ডট কম ডট বিডি থেকে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড়ে পণ্য কিনতে পারবেন ক্রেতারা। এই অনলাইন মেলার নাম দেওয়া হয়েছে ‘দারাজ বৈশাখী মেলা ১৪২৩’।
বৈশাখী মেলা চলাকালে মোবাইল ফোনে সর্বোচ্চ ৫০ শতাংশ, কম্পিউটার ও ল্যাপটপে সর্বোচ্চ ৩৫ শতাংশ এবং ফ্যাশন ও একসেসরিজের ওপর থাকবে সর্বোচ্চ ৭০ শতাংশ ছাড়।
এই আয়োজন সম্পর্কে জানাতে আজ মঙ্গলবার, রাজধানীর গুলশানে স্পেকট্রা কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে দারাজ ডটকম ডট বিডি ও সানসিল্ক। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন দারাজ বাংলাদেশের হেড অব পাবলিক রিলেশন্স নওশাবা এফ সালাহউদ্দিন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেঞ্জামিন দু ফোউসিয়ে এবং ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার।
দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক বেঞ্জামিন দু ফোউসিয়ে বলেন, ‘দারাজের মাধ্যমে আমরা চাই সবার বিশ্বাস ও আস্থা অর্জন করতে। সেই সঙ্গে চাই ক্রেতাদের সেরা পণ্যটি সরবরাহ করতে। ক্রেতাদের সন্তুষ্টি অর্জনই আমাদের প্রধান লক্ষ্য। দারাজ বৈশাখী মেলা ১৪২৩ শুধু মেলা নয়, এটি একটি উৎসব যার মাধ্যমে আমরা ক্রেতাদের কাছে আমাদের দায়বদ্ধতা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’
ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার বলেন, ‘ইউনিলিভারের অগ্রগামী ব্র্যান্ডগুলোর মধ্যে সানসিল্ক অন্যতম। ই-কমার্স বিশ্বের সব জায়গায় দারুণভাবে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশেও তা জনপ্রিয়তা পেয়েছে। আশা করি দারাজ ও সানসিল্কের মধ্যকার এ সম্পর্ক অব্যাহত থাকবে।’
দারাজ বৈশাখী মেলা ১৪২৩ এর সকল পণ্য, ব্র্যান্ড ও ডিসকাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন : https://www.daraz.com.bd/pohela-boishakh/