দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ফেসবুকে নতুন সুবিধা
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবার দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিয়ে এসেছে বিশেষ সুবিধা। এই প্রযুক্তির মাধ্যমে এখন থেকে অন্ধ ব্যক্তিরাও ফেসবুক পোস্ট বা ছবিগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে এই প্রযুক্তিতে। ফলে এখন থেকে ফেসবুকের টাইমলাইনে কী রয়েছে বা ছবিতে কী কী রয়েছে, সেটি স্বয়ংক্রিয়ভাবে পড়ে শোনাবে একটি যান্ত্রিক কণ্ঠ।
আর এ থেকে অন্ধ ব্যক্তিরা ছবিটি সম্পর্কে ধারণা পাবেন। গত সোমবার থেকে এ সুবিধা চালু হওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ।
এ বিষয়ে ফেসবুকের যোগাযোগ বিশেষজ্ঞ ও প্রকৌশলী ম্যাট কিং বলেন, ‘ফেসবুক ক্রমাগত একটি দৃশ্যমাধ্যমে পরিণত হচ্ছে। আমার মনে হয়, আমাদের এই নতুন প্রযুক্তি অন্ধ মানুষকে ফেসবুক ব্যবহারে সীমাবদ্ধতা দূর করবে। তাঁরাও অন্য ব্যবহারকারীদের মতোই ফেসবুক ব্যবহার করতে পারবেন।’
ম্যাট কিং নিজেও দৃষ্টিপ্রতিবন্ধী। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তিনি তাঁর দৃষ্টিশক্তি হারান। ফেসবুকের নতুন এই প্রযুক্তি নিয়ে কাজ করেছেন তিনি। তিনি বলেন, ‘প্রতিদিন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ২০০ কোটির বেশি ছবি শেয়ার হয়। কিন্তু প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে ছবিগুলো সবার কাছে পৌঁছাতে পারে না। আমরা তাই ছবিগুলো সবার কাছে বোধগম্য করে তোলার চেষ্টা করছি।’
প্রাথমিক পর্যায়ে সীমিতভাবে এই সুবিধা চালু করেছে ফেসবুক। তবে তারা চেষ্টা করছে, সব ধরনের ডিভাইস থেকে যেন এই সুবিধা পাওয়া যায়।
এ ছাড়া এখন শুধু ইংরেজিতে ছবিটি বর্ণনা করার সুবিধা যোগ করা হয়েছে। এ ক্ষেত্রে আরো ভাষা যোগ করার জন্য কাজ করছে ফেসবুক।