আসছে নুহাশের ‘পেট কাটা ষ’র নতুন সিজন
নুহাশ হুমায়ূন পরিচালিত অ্যান্থলজি সিরিজ ‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজনের ঘোষণা এসেছে।
সোমবার এক পোস্টে চুক্তিস্বাক্ষর মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করে চরকির অফিশিয়াল পেজ থেকে জানানো হয় ‘পেট কাটা ষ’ এর দ্বিতীয় সিজন শুরুর খবর। চরকি পোস্টে লিখেছে লিখেছে, ‘‘চরকিতে দর্শকনন্দিত ‘পেট কাটা ষ’র সিজন-২ নিয়ে আসছে নুহাশ হুমায়ূন। অপেক্ষার পালা শেষ হচ্ছে আজকের সাইনিংয়ের মধ্যে দিয়ে, শিগগির শুরু হচ্ছে শুটিং। শুভকামনা।’’
গ্রাম-বাংলায় মুখে মুখে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রচলিত ভৌতিক কিছু গল্প নিয়ে নির্মিত ‘পেট কাটা ষ’ দুর্দান্তভাবে গ্রহণ করে দর্শক। ‘এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ’, ‘মিষ্টি কিছু’, ‘লোকে বলে’ ও ‘নিশির ডাক’ নামের পর্বগুলো সাড়া ফেলেছিল দর্শকের মাঝে। দ্বিতীয় সিজনে সমসাময়িক ভৌতিক গল্প নিয়ে কাজ করা হচ্ছে বলে জানান নুহাশ।
প্রথম সিজনে অভিনয় করেছিলেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, প্রীতম হাসান, মোরশেদ মিশু প্রমুখ।