১৯৭৩ সালের ২৪ এপ্রিল মুম্বাইয়ে জন্ম শচীন রমেশ টেন্ডুলকারের। ১৯৮৯ সালের ১৫ নভেম্বর করাচিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ দিয়ে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব। আন্তর্জাতিক ক্রিকেটে ৬৬৪ ম্যাচ খেলে করেছেন ৩৪ হাজার ৩৫৭ রান। সেই সঙ্গে হাঁকিয়েছেন ১০০টি শতক। ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ৩০ হাজারের বেশি রান এবং ২০০’র বেশি উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। জন্মদিনে দেখে নেওয়া যাক শচীনের সেরা ১০টি মুহূর্ত, যেখানে আছে বিশ্বকাপ জয়, বাংলাদেশের বিপক্ষে শতকের শতক, ওয়ানডেতে প্রথম ডবল সেঞ্চুরি এবং বোলিং ও ফিল্ডিং করা শচীন। ছবি : এএফপি