দাম কমবে ব্ল্যাকবেরি অ্যানড্রয়েড ফোনের
দামি হ্যান্ডসেট বিক্রির জন্য বদনাম আছে ব্ল্যাকবেরির। অনেক ব্যবহারকারী ইচ্ছা থাকা সত্ত্বেও আকাশছোঁয়া দামের কারণে ব্ল্যাকবেরির হ্যান্ডসেট কিনতে পারেন না।
গত বছর ব্ল্যাকবেরি নিয়ে আসে তাদের ব্যয়বহুল অ্যানড্রয়েড স্মার্টফোন ‘ব্ল্যাকবেরি প্রিভ’। তবে ব্যবহারকারীদের কথা চিন্তা করে এবার ফোনের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ব্ল্যাকবেরি।
কানাডার এই মোবাইল নির্মাতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী জন চেন জানিয়েছেন, এ বছর দুটি মাঝারি দামের স্মার্টফোন নিয়ে আসছে ব্ল্যাকবেরি। তবে এসব সেট কবে আসবে, সে ব্যাপারে কিছু জানাননি তিনি।
তবে এর আগেও চেন ইঙ্গিত দিয়েছিলেন মাঝারি দামের স্মার্টফোন তৈরির ব্যাপারে। কানাডার দ্য ন্যাশনাল ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরো জানান, স্মার্টফোন দুটির একটিতে থাকবে টাচস্ক্রিন এবং অন্যটিতে থাকবে ব্ল্যাকবেরির চিরাচারিত ‘কোয়ের্টি কিবোর্ড’।
এর বাইরে অবশ্য হ্যান্ডসেট দুটির অন্য কোনো স্পেসিফিকেশনের ব্যাপারে তিনি কিছু জানাননি। শুধু জানিয়েছেন, নতুন স্মার্টফোন দুটির দাম হবে তিনশ থেকে চারশ ডলারের মধ্যে। অর্থাৎ বাংলাদেশি টাকায় ২৪ থেকে ৩০ হাজারের মধ্যে।
এ ছাড়া চেন স্বীকার করে নেন, তাঁদের সর্বশেষ অ্যানড্রয়েড স্মার্টফোন ‘প্রিভ’-এর দামটি একজন সাধারণ ক্রেতার জন্য অনেক বেশি। কিন্তু তাঁরা যতটা পারা যায়, সব ধরনের ব্যবহারকারীর কাছে পৌঁছাতে চান তাঁদের পণ্য নিয়ে।
তাই চলতি সপ্তাহে প্রিভের এই অতিরিক্ত দাম কিছুটা কমিয়ে এনেছিল ব্ল্যাকবেরি। তবে ৫০ ডলার দাম কমার পর ৬৯৯ থেকে দাম কমে এসে দাঁড়িয়েছে ৬৪৯ ডলার। বাজারের অন্যান্য স্মার্টফোনের তুলনায় যা এখনো অনেক বেশি। তাই সর্বসাধারণের কথা চিন্তা করে ব্ল্যাকবেরি এবার নতুন স্মার্টফোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে।
তবে ব্ল্যাকবেরি তাদের স্মার্টফোনের দাম কমালেও সাধারণ ক্রেতারা তাতে কতটা সাড়া দেবেন, সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ, ২৪ থেকে ৩০ হাজার টাকাও একটি স্মার্টফোনের জন্য কিন্তু কম নয়। আর এই মূল্যতালিকায় পণ্য বিক্রি করতে হলে ব্ল্যাকবেরিকে প্রতিযোগিতা করতে হবে চীনা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে।
বাড়তি স্পেসিফিকেশন না নিয়ে এলে শাওমি, হুয়াওয়ে কিংবা মেইজুর মতো চীনা ব্র্যান্ডগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা কষ্টকর হয়ে যাবে ব্ল্যাকবেরির জন্য।