আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল : ত্রাণমন্ত্রী
আপিল বিভাগে দুর্নীতি মামলার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হওয়ার পর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘আমি আইনের প্রতি শতভাগ শ্রদ্ধাশীল। আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেব।’
আজ রোববার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ত্রাণমন্ত্রী এ কথা বলেন।
পরবর্তী পদক্ষেপ বলতে মন্ত্রী কী বোঝাচ্ছেন—জানতে চাইলে মায়া বলেন, ‘আমি রায় দেখিনি। রায়ের কপিও হাতে পাইনি। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি।’
শুনানিতে মায়ার পক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার ও দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
এর আগে গত বছরের ১৪ জুন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মায়াকে খালাস করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করে আবার শুনানির আদেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এ রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছিলেন ত্রাণমন্ত্রী।
আজ দুর্নীতি মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ।
দুদকের আইনজীবী জানান, মায়ার রিভিউ আবেদন খারিজ হওয়ার ফলে তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলতে আর কোনো বাধা থাকল না।
মামলার বিবরণে জানা যায়,অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৩ জুন সূত্রাপুর থানায় মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বিরুদ্ধে মামলা করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়,বিভিন্ন সময়ে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ২৯ লাখ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন। ২০০৮ সালে ঢাকার একটি বিশেষ আদালত মায়াকে ১৩ বছরের কারাদণ্ডাদেশ ও পাঁচ কোটি টাকা জরিমানা করেন। পরে মায়া ওই রায়ের বিরুদ্ধে ২০০৯ সালের ২৫ মে হাইকোর্টে আবেদন করেন। আবেদনের শুনানি শেষে ২০১০ সালের ২৭ অক্টোবর হাইকোর্ট মায়ার আপিল মঞ্জুর করে তাঁর সাজা বাতিল করে খালাস দেন।