টি-টোয়েন্টি ক্রিকেটের চ্যালেঞ্জ টের পাচ্ছেন শেখ মেহেদি
ক্রিকেটের তিন সংস্করণে সবার শেষে এসেছে টি-টোয়েন্টি। মজার ব্যাপার হলো সীমিত ওভারের ফরম্যাটের এই লড়াইটাই এখন বেশি জনপ্রিয়। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এর জনপ্রিয়তা। তবে, এর সঙ্গে বাড়ছে চ্যালেঞ্জের মাত্রাও। যেটা টের পেয়েছেন বাংলাদেশি স্পিনার শেখ মেহেদি।
টি-টোয়েন্টি রানের খেলা সবাই জানে। কিন্তু, আধুনিক যুগের ক্রিকেট তারচেয়েও এগিয়ে। পাশের দেশে চলমান আইপিএলের কথাই বলা যাক। এবারের আইপিএল রীতিমতো রান বন্যার টুর্নামেন্টে। টি-টোয়েন্টিতে যেখানে ২০০ রান চ্যালেঞ্জিং ছিল, সেখানে এখন স্রেফ মামুলি। এমনকি ২৫০ করাটাও নিরাপদ নয়।
টি-টোয়েন্টির এই চ্যালেঞ্জ নিয়েই কথা বলেছেন, বাংলাদেশি স্পিন অলরাউন্ডার মেহেদি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পোস্ট করা এক ভিডিও টি-টোয়েন্টি ক্রিকেটের চ্যালেঞ্জ ও উপভোগ নিয়ে কথা বলেছেন তিনি।
মেহেদি বলেছেন, ‘উপভোগ করার থেকে চ্যালেঞ্জটা অনেক বেশি এখানে (টি-টোয়েন্টিতে)। যেহেতু পাওয়ার প্লেতে টি-টোয়েন্টি ক্রিকেট, রানের খেলা। তো এখানে নিজেকে যত কম রানে আটকানো যায় বোলিং করে ওইটা বেশি চ্যালেঞ্জ থাকে। উপভোগ থেকে কঠিন পরিস্থিতি থাকে পাওয়ার প্লেতে। উপভোগটা একদমই থাকে না, ওখানে যদি উপভোগটা করতে পারি তাহলে দলের বেনিফিটটা বেশি হয়।’
তরুণ এই ক্রিকেটার নিজেদের ড্রেসিংরুম নিয়ে বলেন, ‘সবার সাথেই কমবেশি মেশা হয়। এখানে অনেকেই আমার ব্যাচমেট আছে। আবার জুনিয়র আছে অনেক। অনেক সিনিয়র আছেন। সবমিলিয়ে ড্রেসিং রুমে দারুণ একটা রিলেশন তৈরি হয়েছে।’
নিজের আইডল নিয়ে মেহেদি বলেছেন, ‘আমি যখন থেকে ক্রিকেট খেলা দেখি বা ক্রিকেট বুঝি তখন থেকেই সাকিব ভাইয়ার খেলা খুব ভালো লাগতো। এরপর যখন খেলা শুরু করি আর আমার রোলটা সাত বা আটে ব্যাট করার প্রসেস শুরু হয় তখন রিয়াদ ভাইয়াকে ফলো করা শুরু করি। একজন ফিনিশার হিসেবে রিয়াদ ভাইকে ভালো লাগে। সাকিব ভাইকে আমার আইডল বলতে পারেন। সাকিব ভাইয়ার সাথে খেলতে পারছি এটা আমার জন্য একটা গর্বেরও বলতে পারেন। আর রিয়াদ ভাইয়ার ব্যাটিং পছন্দ।’