বিচ্ছেদের চার মাস যেতেই কাঞ্চনের প্রাক্তনের মুখে অন্য সুর!
টলিউড অভিনেতা ও সাংসদ কাঞ্চন মল্লিকের সঙ্গে প্রাক্তন স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদ চলতি বছরের জানুয়ারিতে হয়েছে। এরপর গত ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন এই অভিনেতা। দীর্ঘদিনের প্রেমের পর এখন নতুন সংসার নিয়ে ব্যস্ত এই যুগল।
এদিকে স্বামী ছাড়া নিজের মতো করে জীবন গুছিয়ে নিতে শুরু করেছেন পিঙ্কি। ছেলে ওশকে নিয়ে দিন কাটছে তার। কাঞ্চনের অধ্যায়ও এখন তার জীবনে অতীত। সবকিছু ভালই চলছিল, এরই মধ্যে হঠাৎ কি এমন হল পিঙ্কির; যার কয়েকটা কথা নিয়ে সামাজিক পাতায় শুরু হলো আলোচনা?
ভারতীয় গণমাধ্যম টিভি৯ বাংলা খবর অনুযায়ী, বিচ্ছেদের পর এখন সুর পাল্টেছে পিঙ্কির। তার কথায়, এমন কিছু রয়েছে, যা ধরে রাখতে চেয়েছিলেন। তবে কী তিনি কাঞ্চনকে নিয়েই কোনো ইঙ্গিত দিলেন- প্রশ্ন পিঙ্কির ভক্ত-অনুরাগীদের মনে।
সেলফি দিয়ে একটি ভিডিও ক্লিপ বানিয়ে তাতে নিজের কথাগুলো যোগ করে ইন্সটাগ্রামে শেয়ার দেন পিঙ্কি। ওই ভিডিওর ভয়েসওভারে পিঙ্কি বলেছেন, ‘যা হারিয়ে যাবে তাকেই তো ধরে রাখতে চাই। সময়ের ক্যাপসুলের জন্য অসময়ে সেলফি/ কী বলেন?’
উত্তরে নেটিজেনরা ওই পোস্টে লিখেছেন, ‘আপনি কিন্তু একা নন। তাই যা হারিয়ে যাবে তাকে হারিয়ে যেতে দিন। ধরে রাখবেন না।’ কেউ লিখেছেন, ‘আপনি স্বয়ংসম্পূর্ণা। জীবনের যাত্রা পথে ছেলেকে নিয়ে ভাল থাকুন।’ কেউ আবার লিখেছেন, ‘এ আপনি কী বলছেন? যা হারিয়ে গিয়েছে তা তো হারিয়ে যাওয়াই ভাল।’