টেক্সটাইল শিল্পে ইন্টারটেকের উদ্ভাবনী ডিজিটাল প্লাটফর্ম ‘আইকেয়ার’ চালু
বাংলাদেশের টেক্সটাইল শিল্পের গুনগত মানের নিশ্চয়তা দিতে অত্যাধুনিক ডিজিটাল প্লাটফর্ম ‘আইকেয়ার’ চালু করেছে ইন্টারটেক। ‘কয়েকটি ক্লিকেই সম্পূর্ণ কোয়ালিটি’ এই স্লোগান নিয়ে চালু করা এই ডিজিটাল প্লাটফর্ম যা আপনার ল্যাব টেস্টের প্রসেসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত নির্বিঘ্নে ব্যবস্থাপনা ও তত্ত্বাবধান করতে দেবে।
বিশ্বব্যাপী শিল্পখাতে টোটাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেবাদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইন্টারটেক গত নভেম্বরে তুরস্কে এবং মার্চে ভারতে উদ্ভাবনী ডিজিটাল প্লাটফর্ম ‘আইকেয়ার’ সফলভাবে চালু করেছে। গত সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। যেখানে আধুনিক এই সেবার নানান সুবিধার কথা তুলে ধরেন আয়োজকরা।
অনুষ্ঠানে বলা হয়, আইকেয়ার, একটি ওয়ান স্টপ বিজ্ঞান-ভিত্তিক গ্রাহক সেবার চমৎকার একক প্ল্যাটফর্ম। বাংলাদেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে টেক্সটাইল শিল্পের ভূমিকা অপরিসীম। এ প্রেক্ষাপটে বাংলা ও ইংরেজিতে আইকেয়ার প্ল্যাটফর্ম চালু করার মাধ্যমে, স্থানীয় প্রস্তুতকারকদের সহজেই উচ্চমানের কোয়ালিটি অর্জনে সহায়তা করার জন্য ইন্টারটেক প্রতিশ্রুতিবদ্ধ। এই প্লাটফরমের মাধ্যমে বিশ্বব্যাপী গ্রাহকেরা পণ্যের গুণগত মান যাচাইয়ের পাশাপাশি অনলাইনে বিশ্লেষণ দেখা এবং প্রয়োজনে ইন্টারটেকের বিশেষজ্ঞ দলের সঙ্গে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে অনুলাইনে যুক্ত হতে হতে পারবেন।
ইন্টারটেক এর গ্লোবাল সফটলাইন্স এবং হার্ডলাইনসের প্রেসিডেন্ট এবং দক্ষিণ এশিয়ার রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর সন্দীপ দাস বলেন, উন্নত প্রযুক্তি, স্বচ্ছতা এবং অনুসরণযোগ্যতার মানদণ্ড পুনঃসংজ্ঞায়িত করে, আইকেয়ার এআইটিসি শিল্পের জন্য একটি নতুন মানদণ্ড নির্ধারণের মাধ্যমে এর পণ্যের গুণগত মানের নিশ্চিয়তা পরীক্ষা করে মানসম্মত গ্রাহক সেবা নিশ্চিত করছে।
ইন্টারটেক বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর নেয়ামুল হাসান বলেন, ২০০০ সাল থেকে অডিট ও ইন্সপেকশন সেবা দিয়ে যাত্রা শুরু করে ইন্টারটেক বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং সাভারের মতো গুরুত্বপূর্ণ স্থানে অত্যাধুনিক পরীক্ষাগার স্থাপন হওয়ায় আমি গর্বিত। আইকেয়ার বাংলাদেশের জন্য একটি উল্লেখযাগ্য মাইলফলক, যা আমাদের গ্রাহকদের ইন্টারটেক সফটলাইনস ল্যাবগুলির সাথে সম্পৃক্ততা সহজতর করে।
ইন্টারটেক'র গ্লোবাল সফটলাইনস এবং হার্ডলাইনসের মার্কেটিং ও ইনোভেশন বিভাগের সিনিয়র ডিরেক্টর শেলি লো বলেন, আইকেয়ারের চালু হওয়া ইন্টারটেক'র উদ্ভাবনীর মাধ্যমে গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক হবে। সরবরাহকারীদের চাহিদাকে সামনে রখে এই প্লাটফর্মের ডিজাইন করা হয়েছে।
ইন্টারটেকের বিশ্বজুড়ে শতাধিক দেশে এক হাজারেরও বেশি পরীক্ষাগার এবং অফিস রয়েছে। গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে সপ্তাহের সাতদিনই ২৪ ঘণ্টা সেবা দিচ্ছে বহুজাতিক এই প্রতিষ্ঠানটি।