টিভি পর্দার পরিচিত মুখ উপস্থাপিকা ও অভিনেত্রী মৌসুমী মৌ। উপস্থাপনার জন্য বেশি পরিচিত মৌসুমী মৌ। মৌ এক দশক আগে অভিনয় দিয়েই ক্যারিয়ার শুরু করেন। শুরুর দিকে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনে যোগ দেন। ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি। এখনো মূকাভিনয়ে নিয়মিত। তিনি ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের পরিচালক। মূকাভিনয় শুরুর পর মৌ সঞ্চালক হিসেবে নাম লেখান। বর্তমানে অভিনয় ও সঞ্চালনায় দুই মাধ্যমেই পরিচিতি মুখ। নাটকের পাশাপাশি তিনি সিনেমায়ও নাম লিখিয়েছেন। বর্তমানে নাটক নিয়ে ব্যস্ত তিনি। সামাজিক পাতায় বেশ সরব মৌসুমী মৌ। সেখান থেকে দেখুন তাঁর কয়েকটি স্থির চিত্র। ছবি : মৌসুমী মৌ-এর ফেসবুক থেকে নেওয়া