লজ্জার হারের পর আয়োজকদের বিরুদ্ধে লঙ্কানদের অভিযোগ
বিশ্ব মঞ্চে পা রেখেই মুখ থুবড়ে পড়ল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচেই দলটি পেল চলতি আসরে দ্বিতীয় সর্বনিন্ম সংগ্রহের লজ্জা। যার ফলশ্রুতিতে প্রোটিয়াদের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করতে হয়েছে ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরুর পর এবার সংবাদ সম্মেলনে আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ তুলল লঙ্কানরা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের পর অনেকটা তড়িঘড়ি করেই সংবাদ সম্মেলন সারতে হয়েছে লঙ্কানদের। কারণ দ্রুত হোটেলে ফিরে বিমানবন্দরে যেতে হয়েছে তাদের। নিউইয়র্কে ম্যাচ খেলেই ডালাসের পথে উড়াল দিতে হয়েছে হাসারাঙ্গার দলকে। যেখানে আগামী ৮ জুন বাংলাদেশের বিপক্ষে খেলবে দলটি। আর আইসিসির এমন সময়সূচিতে বেশ বিরক্ত লঙ্কানরা।
গতকাল সোমবার (৩ জুন) ম্যাচের পর সংবাদ সম্মেলনে লঙ্কান স্পিনার মাহেশ থিকসানা বলেন, ‘প্রতিদিনই ম্যাচের পর আমাদের বেরুতে হচ্ছে, কারণ আমাদের চারটি ভিন্ন ভিন্ন ভেন্যুতে খেলতে হচ্ছে। এটা অবিচার। আমরা ফ্লোরিডা থেকে ফ্লাইট নিলাম, এরপর মায়ামি থেকে। বিমানবন্দরে আমাদের ৮ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে ফ্লাইটের জন্য। সকাল ৮টায় আমাদের যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট পেয়েছি ভোর পাঁচটায়। আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে, যদিও যখন আপনি মাঠে খেলতে নামেন, তখন আর এসব বিবেচনায় থাকে না।’
উল্লেখ্য, এর আগে মায়ামি থেকে নিউ ইয়র্কে যাওয়ার সময় ফ্লাইট বিপর্যয়ে পড়তে হয়েছিল লঙ্কানদের। সেখানে বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল দলটিকে। ন্যায্য সূচি ও লজিস্টিকাল অব্যবস্থাপনার শিকার হয়েছেন বলে দাবি লঙ্কানদের। এ নিয়ে আইসিসির কাছে লিখিতভাবে অভিযোগ করেছে দলটি।