কুমিল্লা সিটিতে স্বস্তি, নির্দিষ্ট সময়ে কোরবানির বর্জ্য অপসারণ
কোরবানির পর নির্দিষ্ট সময়ে বর্জ্য অপসারণ হয়েছে কুমিল্লা সিটি করপোরেশন এলাকার। এখন স্বস্তিতে রয়েছেন নগরবাসী। এর আগে এক জরুরি সভায় রাত ১২টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দেন সিটি মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।
সরেজমিনে ঈদের পর দিন আজ মঙ্গলবার (১৮ জুন) সকাল ৮টায় নগরীর ১ নম্বর ওয়ার্ডের ভাটপাড়া, কালিয়াজুড়ি, ৪ নম্বর ওয়ার্ডের কাপ্তানবাজার, ৬ নম্বর ওয়ার্ডের শুভপুর ১০ নম্বর ওয়ার্ড ঝাউতলা ধর্মসাগরপাড়সহ দক্ষিণের ৯টি ওয়ার্ড ঘুরে দেখা যায়, সড়কগুলোতে কোনো বর্জ্য নেই। ঈদের দিন বিকেল ৩টা থেকে সড়কসহ আশেপাশের যেখানেই কোরবানি করা হয়েছে, সেগুলো পরিষ্কার করা হয়েছে।
নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদি জানান, কোরবানির আগেই সিটি করপোরেশনের মেয়র প্রতিটি ওয়ার্ডে ব্লিচিং পাউডার, বর্জ্য সংরক্ষণের ব্যাগ ও গাড়ির ব্যবস্থা করেছেন। যার ফলে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণ সম্ভব হয়েছে।
সিটি মেয়রের নির্দেশে ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনজুর কাদের নিজে উপস্থিত থেকে বর্জ্য অপসারণ করেছেন। নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত ঝাউতলায় এবার বর্জ্য জমে দুর্গন্ধ থেকে রক্ষা পেয়েছে স্থানীয় বাসিন্দারা।
প্রতিটি ওয়ার্ডে কী পরিমাণ পশু কোরবানি হবে সে অনুযায়ী তালিকা ধরে পলিব্যাগ, ব্লিচিং পাউডার ও বর্জ্য অপসারণের বাহন ও জনবল ঠিক করে দিয়েছেন মেয়র মহোদয়। তার আগে তিনি নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বসে পরিকল্পনা করেছেন। আমরা সেভাবেই কাজ করেছি। কথাগুলো জানান নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মুহিবুর রহমান। তার ওয়ার্ডের অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর রয়েছে উল্লেখ করে কাউন্সিলর মুহিবুর আরও বলেন, আমরা দ্রুততম সময়ে কোরবানির বর্জ্য অপসারণ করতে সক্ষম হয়েছি।
আজ মঙ্গলবার (১৮ জুন) সকালে নগরীর ধর্মসাগরপাড় ও পার্কে হাঁটতে আসা অন্তত ১০ জন নগরবাসী বলেন, সিটি করপোরেশনের লোকজন কোরবানির পর থেকেই বর্জ্য অপসারণে কাজ করেছে। রাতের মধ্যেই প্রতিটি ওয়ার্ডের অলিগলি পরিষ্কার-পরিচ্ছন্ন করেছেন। এবার চামড়া পচা ও রক্তের গন্ধ খুব একটা নাকে লাগেনি।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার জানালেন, কোরবানির ঈদের দিন বিকেল ৩টায় শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলে বর্জ্য অপসারণ। তিনি নিজেই বের হয়েছেন। রাত ১২টা পর্যন্ত নগরীর ৪, ৬, ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে ঘুরে দেখেছেন। সব এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শিফট বন্ধ রেখেছেন। বিকেল ৩টায় আবার শুরু হবে পরিচ্ছন্নতার কাজ। মেয়র জানান, বিভিন্ন কারণে কিছু মানুষ আজও কোরবানি করবেন। তাই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।