নরসিংদীতে আবদুল কাদির মোল্লা স্কুলের জমজমাট বর্ষবরণ
বর্ণাঢ্য শোভাযাত্রা ও ভিন্নধর্মী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বাংলা বর্ষকে বরণ করল দেশের শীর্ষস্থানীয় ইংলিশ মিডিয়াম স্কুল নরসিংদীর আবদুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল।
বৃহস্পতিবার পহেলা বৈশাখের শুরুতেই ঘোড়ার গাড়ির সমন্বয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নরসিংদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্কুলের শিক্ষার্থীদের কেউ সেজেছিল কৃষক, কেউ কামার, কেউ কুমার, আবার কেউ বা তাঁতি, জেলে, মজুর, রাখাল প্রভৃতি। এ যেন চিরায়ত বাঙালির শাশ্বত রূপ। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এ শোভাযাত্রায় যোগ দেয়। এরপর অনুষ্ঠিত হয় পান্তা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে নৃত্য, ম্যাজিক শো, লোকসংগীত প্রভৃতি পরিবেশন করা হয়।
স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত বৈশাখী মেলায় ছিল দেশজ পোশাক ও খাবারের ব্যাপক সমাহার।
অনুষ্ঠানে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা, স্কুলের অধ্যক্ষ জি এম নিজাম উদ্দিন, অভিনেত্রী লারা লোটাস, নৃত্যশিল্পী সোহেল রহমান, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, স্কুলের পরিচালক মাহবুবুর রহমান মোল্লা তারেক, নাসরিন সুলতানা দিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
স্কুলের অধ্যক্ষ জি এম নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের সার্বজনীন প্রধান এবং প্রাণের উৎসব পহেলা বৈশাখ। বিশ্বের সব বাঙালি এই দিনে নতুন বছরকে বরণ করে নেয়, ভুলে যাওয়ার চেষ্টা করে অতীত বছরের সব দুঃখ-গ্লানি।
থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা বলেন, ‘আমাদের নতুন প্রজন্মকে আবহমান বাংলার কৃষ্টির কথা, ইতিহাসের কথা জানাতে হবে। আমাদের স্কুল শতভাগ বাঙালি কৃষ্টি-কালচার, ঐতিহ্যকে ধারণ করে। বর্ষবরণে ব্যস্ত গোটা জাতির সঙ্গে সমান অংশীদার হতে পেরে আমরাও গর্বিত।’