নরসিংদীতে থার্মেক্স গ্রুপের সিস্টার ডেনিম কম্পোজিটের উদ্বোধন
নরসিংদীর শিবপুর উপজেলার কারারচরে থার্মেক্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সিস্টার ডেনিম কম্পোজিট উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা আনুষ্ঠানিকভাবে শতভাগ রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। এটি বাংলাদেশের ১৪তম ডেনিম কম্পোজিট শিল্পপ্রতিষ্ঠান।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, ‘বর্তমান বিশ্বে ডেনিমের ব্যাপক চাহিদা রয়েছে। আগামী ১০ বছরে আন্তর্জাতিক বাজারে ডেনিমের চাহিদা আরো বাড়বে। ভোক্তার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় আমরা ডেনিম খাতে বিনিয়োগ করেছি।’
থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘সিস্টার ডেনিমে মানবসম্পদ, যন্ত্রাংশ ও কাঁচামাল এই তিনটির গুণগত মানে কোনো ছাড় দেওয়া হয়নি। ফলে আমাদের এখানে মানসম্মত কাপড় উৎপাদিত হবে। টেকসই ও সুন্দর এই দুটো জিনিসের সমন্বয়ে আমরা নিশ্চিত এই কাপড় আন্তর্জাতিক ক্রেতাদের নজর কাড়বে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন থার্মেক্স গ্রুপের পরিচালক নাসরিন সুলতানা দীনা, নির্বাহী পরিচালক আসাদুজ্জামান ইমন, পরিচালক (মার্কেটিং) মাহবুবুর রহমান মোল্লা তারেক ও সিস্টার ডেনিম কম্পোজিটের মহাব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয়নুল আবেদিন ভূঞা জয়, আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, বেলাব বাজার জামে মসজিদের খতিব ড. মো. খলিলুর রহমান ও বায়তুল ফাতাহ জামে মসজিদের খতিব শহীদুল ইসলাম বারাকাতি প্রমুখ।
পরে নবনির্মিত সিস্টার ডেনিম কম্পোজিটের সাফল্য কামনা করে দোয়া ও মোনাজাত করেন নরসিংদী বাজার জামে মসজিদের খতিব মুফতি আলী আহমেদ হোসাইনী।