পলাশে দিনমজুর হত্যার ঘটনায় মামলা
নরসিংদীর পলাশ উপজেলায় দিনমজুর জহিরুল ইসলামকে (৩২) নৃশংসভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার সন্ধ্যায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে পলাশ থানায় এই মামলা দায়ের করেন।
এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে দুই শিশুসন্তানকে নিয়ে বৈশাখী মেলা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে জহিরুলকে।
নিহত জহিরুল গালিমপুর গ্রামের কাঠমিস্ত্রি মৃত শামসুল মিয়ার ছেলে। ছয় বছর আগে শামসুলকেও একইভাবে কুপিয়ে হত্যা করা হয়।
মামলার এজাহারে বাদী রোজিনা আক্তার উল্লেখ করেন, জমিসংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতার জের ধরে আসামিরা জহিরুল ইসলামকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে। মামলায় এজাহারে ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে আর অজ্ঞাত আসামি করা হয়েছে সাত-আটজনকে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, জহিরুল হত্যার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।