উন্নয়ন চাইলে আমাকে সহযোগিতা করুন : পরিকল্পনামন্ত্রী
‘যদি আপনারা উন্নয়ন চান তাহলে আমাকে সহায়তা করেন। ময়মনসিংহকে সুন্দর করতে হবে—এ দায়িত্ব আমার।’ নিজ জেলা ময়মনসিংহে এক মতবিনিময় সভায় সবার প্রতি এ আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে তারেক স্মৃতি অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রতিনিধি, জেলার সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ ও রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর দেশি-বিদেশি স্বার্থান্বেষীচক্র মাথাচাড়া দিয়ে ওঠে। রাজনীতি ও অর্থনীতির ধারায় ব্যাপক পরিবর্তন আসে। বিদেশি শক্তি তথা দাতা গোষ্ঠীর প্রেসক্রিপশনে যাকে বলা হতো ‘ওয়াশিংটন কনসেন্সার’। ফলে পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিবর্তন করে দ্বিবার্ষিক পরিকল্পনা শুরু করা হয়। তারপর আশির দশক থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আবার ফিরে এলেও উন্নযনের ধারা পরির্বতন হতে থাকে। এ সময় দেশের রাজনৈতিক অঙ্গনে পরিস্থিতির অস্থিরতা তৈরি হয়। ২০০৩ সালে দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিতায় পড়ে। নবম সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার গঠন করেন। তারপরে শুরু হয় উন্নয়নের স্বর্ণযুগ। পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে তিনি যোগ করেন প্রথম প্রেক্ষিত পরিকল্পনা। লক্ষ্য ছিল ২০২১ সালের মধ্যে জ্ঞানভিত্তিক অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, সড়ক যোগাযোগ বৃদ্ধি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং দক্ষতা সম্পন্ন মানবসম্পদ তৈরি করা এবং এভাবে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা। তিনি মতবিনিময় সভায় সবার প্রতি আহ্বান জানান, আপনারা উন্নয়ন চান তাহলে আমাকে সহায়তা করেন। ময়মনসিংহকে সুন্দর করতে হবে এ দায়িত্ব আমার। এ সময় মন্ত্রী অডিয়েন্সের বক্তব্য শুনেন এবং সেসব প্রশ্নে জাবাব দেন।’
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিটি মেয়র ইকরামুল হক টিটু, সংসদ সদস্য ব্যারিস্টার উম্মি ফারজানা ছাত্তার, মোহাম্মদ আব্দুর ওয়াহেদ, মাহমুদ হাসান সুমন, এ বি এম আনিসুজ্জামান, মো আব্দুল মালেক সরকার, মো নজরুল ইসলাম, মোহাম্মদ মোহিত উর রহমান, নিলুফার আঞ্জুম পপি, মাহমুইদুল হক সায়েম এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা।