ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের পাশে অবৈধ ডিজেল পাম্প
দেশের বৃহৎ ঘোড়াশাল তাপ বিদ্যুৎকেন্দ্রের দেয়ালের সঙ্গে আবাসিক এলাকার ভেতরে অবৈধভাবে নির্মিত ডিজেল পাম্পের সন্ধান পাওয়া গেছে। বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি যাওয়া তেল এখানে বিক্রি হতো বলে অভিযোগ রয়েছে।
আজ সোমবার সকালে ঘোড়াশাল পৌরসভার সহকারী প্রকৌশলী আনোয়ার সাদাত পৌরসভার অনুমতি ছাড়া অবৈধভাবে ডিসপেনসার মিটার মেশিন বসানোর কারণে পাম্পটি বন্ধ করে দেন। পরে পলাশ থানার পুলিশ বিনা অনুমতিতে স্পর্শকাতর এলাকায় পাম্প স্থাপন করায় একজনকে আটক করে।
পৌরসভা ও থানা সূত্রে জানা যায়, ঘোড়াশাল পৌরসভার গড়পাড়ার হারুনুর রশীদ খোকন এক বছর ধরে অবৈধভাবে ডিসপেনসার মিটার বসিয়ে তেল বিক্রি করে আসছেন। তেল মজুদের জন্য তিনি আবাসিক এলাকার ভেতরে নয় হাজার লিটারের একটি ডিপো তৈরি করেন। এলাকার মানুষ এ বিষয়ে বিভিন্ন সময় প্রশ্ন করলে তিনি জানাতেন, সরকারের অনুমতি নিয়ে এটি স্থাপন করেছেন।
এ বিষয়ে ঘোড়াশাল পৌরসভার প্রকৌশলী আনোয়ার সাদাত জানান, সকালে পাম্পে গিয়ে ডিসপেনসার মিটার স্থাপনের প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে হারুনুর রশীদ খোকন কিছুই দেখাতে পারেননি।
এ বিষয়ে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ডিপোর মালিককে খুঁজে না পেয়ে সেখান থেকে একজনকে আটক করা হয়েছে।
এদিকে পাম্পের মালিক হারুনুর রশীদ খোকনকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
আবাসিক এলাকায় তেলের পাম্প গড়ে উঠায় এলাকাবাসী আতঙ্কের মধ্যে দিনযাপন করছেন বলে একাধিক ব্যক্তি জানিয়েছেন।