নরসিংদীতে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক
নরসিংদীর মাধবদীর নোয়াপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ আশিক মণ্ডল ওরফে ওয়াসিত নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে নরসিংদী গোয়েন্দা পুলিশ। সোমবার ভোর ৫টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে মাধবদীর নোয়াপাড়া এলাকার একটি পেট্রল পাম্পের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক আশিক মণ্ডল ওরফে ওয়াসিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার পারচৌকা গ্রামের ধীরেন মণ্ডলের ছেলে।
গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার জানান, রোববার রাতে মাধবদীর নোয়াপাড়ায় অস্ত্র বিক্রি করা হবে— এমন তথ্যের ভিত্তিতে তাঁরা দীর্ঘ সময় ধরে অত্র এলাকায় অভিযান চালান। পরে ভোর ৫টার দিকে নোয়াপাড়া এলাকার একটি পেট্রল পাম্পের সামনে থেকে আশিক মণ্ডলকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়। অস্ত্র, গুলিসহ তাঁকে আটক করা হয়। আটক আশিক একজন অস্ত্র ব্যবসায়ী। তিনি কন্ট্রাক্টের মাধ্যমে অস্ত্র ব্যবসা করে থাকেন। তাঁর নামে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।