ফারহানকে হারিয়ে পাগলপ্রায় ‘মা’
কোটা সংস্কারপন্থিদের আন্দোলনে উত্তাল দেশ। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ, ছাত্রলীগের সঙ্গে চলছে পাল্টাপাল্টি ধাওয়া। তারই মধ্যে ধানমনণ্ডির রাপা প্লাজার কাছে আহত হন কিশোর ফারহান ফাইয়াজ। রিকশায় আহত ফারহানকে নিয়ে হাসপাতালে ছোটে উদ্ধারকারীরা। বাঁচানোর চেষ্টা চললেও সাত মসজিদ রোডের সিটি হাসপাতালে মারা যান তিনি। তার মৃত্যুতে পাগলপ্রায় ‘মা’ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা নাজিয়া খান। সেখানে তিনি বলেন, ‘সে এখন মৃত। আমি এর বিচার চাই।’
নাজিয়া খান তার ফেসবুক স্ট্যাটাসে ছেলে হারানোর বিচার চেয়েছেন। তিনি লেখেন, ‘আমার ছেলে ফারহান। সে এখন মৃত। আমি এর বিচার চাই।’
নাজিয়া খান সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি স্ট্যাটাস দেন। প্রথমটিতে ছেলের কয়েকটি ছবি আপলোড দিয়ে লিখেছেন, ‘তারা আমার ছেলেকে হত্যা করেছে। তার বয়স এখনও ১৮ বছরও হয়নি। সে ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নিয়েছে। আমি চাই আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী আওয়াজ তুলুন। আমি এর বিচার চাই।’
এরপর নিজের সঙ্গে আরেকটি ছবি দিয়ে ছেলে হারানোর বিচারের দাবি করেছেন ফারহানের মা। সেখানে তিনি তার ছেলের হত্যার বিচার চেয়েছেন।
ফারহানের মায়ের স্ট্যাটাসটি এরই মধ্যে ফেসবুকে ভাইরাল। পোস্টটি দেওয়ার এক ঘণ্টার মধ্যে ৩৬ হাজারেরও বেশি মানুষ শেয়ার করেছেন। তাদের সবারও একই দাবি—‘ফারহান হত্যার বিচ্যার চাই।’
জানা গেছে, ফারহান ফাইয়াজ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী।