আসলে আইডল বলে কিছু হয় না : মাশরাফীর স্ত্রী
কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে উত্তল গোটা বাংলাদেশ। গত কদিন ধরে মাঠে নেমেছেন শিক্ষার্থীরা। অনেকেই প্রাণ হারিয়েছেন।
এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সমর্থন দিয়ে অনেক তারকারা পাশে দাঁড়িয়েছেন। এমনকি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে পাশে আছেন ছাত্র-ছাত্রীদের। কিন্তু, এখন পর্যন্ত বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষ থেকে শিক্ষার্থীদের পাশে থাকার কোনো বার্তা আসেনি।
বিষয়টি নিয়ে ভক্তদের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। মাঠের তারকাকে নিয়ে সবসময় গলা ফাটানো শিক্ষার্থীরা মাশরাফীর সাপোর্ট না পেয়ে হতাশ।
এমন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমি। অনেকটা খোঁচা দিয়ে তিনি লিখেছেন, আইডল বলে কিছু হয় না।
নিচে মাশরাফীর স্ত্রীর স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো—
‘নিজেদের সুবিধাজনক স্থানে থেকে অন্যের জন্য কিছু করে মহান হওয়া মনে হয় খুব কঠিন কিছু না। নিজেরা সুবিধাজনক অবস্থানে থেকে অন্যের অসুবিধা নিয়ে কথা বলে জনপ্রিয়তা অর্জন করা মনে হয় খুব কঠিন কিছু না। নিজেদের ক্ষতি হবেনা নিশ্চিত থেকে ,তারপর অন্যের জন্য কাজ করে সস্তা হাততালি পাওয়াও মনে হয় খুব কঠিন কিছুনা ।
কিন্তু….এসব এর কোনটাতে যদি আপনি না থেকে তারপরও অন্যের জন্য কিছু করে থাকেন ,তাহলেইতো আপনি সেই মানুষটা । আর যদি তা না হয় তবে বুঝতে হবে , নেশার ঘোর কেটে গেছে। আসলে আইডল বলে কিছু হয় না, সবটাই ….!’