মনোহরদীতে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড
নরসিংদীর মনোহরদীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে সোহাগ মিয়া (২৬) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত সোহাগের বাড়ি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা যায়, সোহাগ দীর্ঘদিন ধরে একই এলাকার এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করত। রাস্তায় দাঁড় করিয়ে মোবাইলে ছবি ওঠানো, কুপ্রস্তাব, অশ্লীল কথাবার্তা ও ফেসবুকে ছবি দিয়ে কুরুচিপূর্ণ লেখা প্রকাশ করে সোহাগ।
গত রোববার সকালে ওই ছাত্রী তার মায়ের সঙ্গে স্কুলে যাওয়ার পথে সোহাগ তাঁদের রাস্তায় দাঁড় করিয়ে অশ্লীল কথা বলতে থাকে। এ সময় ওই ছাত্রীর মা প্রতিবাদ করলে সোহাগ তাঁর মাথায় আঘাত করে পালিয়ে যায়।
পরে ওই ছাত্রীর মা মনোহরদীর ইউএনওকে বিষয়টি জানান। একই সঙ্গে এ বিষয়ে মনোহরদী থানায় সাধারণ ডায়েরি করেন।
এর পরিপ্রেক্ষিতে গত রোববার রাতে মনোহরদী থানা পুলিশ অভিযান চালিয়ে সোহাগকে তাঁর বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সোমবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
একই ঘটনায় এর আগেও এই যুবকের এক বছরের কারাদণ্ড হয়েছিল।