নরসিংদীতে গাছ লুট, ৮ দিনেও আসামি গ্রেপ্তার হয়নি
নরসিংদীতে দিন-দুপুরে রাস্তার পাশ থেকে সরকারি গাছ লুটের ঘটনায় আট দিনেও মামলার আসামি রানা চৌধুরীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী সরকার জানান, মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত করছেন। সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেলে আসামিকে গ্রেপ্তার করা হবে।
স্থানীয় লোকজন জানান, গত ১১ এপ্রিল বেলাব উপজেলার টংগিরটেক থেকে বাদশার মোড় পর্যন্ত রাস্তার পাশ থেকে কাঁঠাল, পাহাড়ি নিম, মেহগনি, কৃষ্ণচূড়াসহ প্রায় ৫০টি গাছ কেটে নেয় রানা চৌধুরীর লোকজন। এ ছাড়া রাস্তার উভয় পাশে থাকা ২০টি কাঁঠাল গাছের ডাল কাঁঠালসহ কেটে ফেলে। রাস্তার পাশের গাছ কেটে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন করায় রানা চৌধুরীকে আসামি করে বেলাব থানায় মামলা করেন পাটুলি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা এমদাদুল হক।
টংগিরটেক এলাকার একাধিক ব্যক্তি জানান, রানা চৌধুরী এলাকার নব্য ব্যবসায়ী। তাঁর কারখানার মালবাহী গাড়ি যাতায়াতের সুবিধার্থে তিনি ওই সব গাছ কাটেন। এলাকাবাসী বাধা দিতে গেলে তিনি মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে রানা চৌধুরীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ইচ্ছে যত খুশি গাছ কাটব। আপনারা সাংবাদিকরা যা পারেন, করেন।’