আ. লীগের চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে গর্ভপাত ঘটানোর অভিযোগ
নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডা. এনামুল হক শাহীনের বিরুদ্ধে এক নারীর গর্ভপাত করানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগে শাহীনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারীর মা।
এই ঘটনায় ক্ষুব্ধ লোকজন আজ মঙ্গলবার রাতে নরসিংদী সদরের মাধবদী বাজার এলাকায় ডা. এনামুলের ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়। তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হীরুর ছবিও ভাঙচুর করেছে।
লিখিত অভিযোগে জানা যায়, মাধবদী দড়িপাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রীর (২২) সঙ্গে পরকীয়া করতেন মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. এনামুল হক শাহীন। তিনি ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করেন। এতে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে আজ সন্ধ্যার পর ওই নারীর অবৈধ গর্ভপাত ঘটানোর চেষ্টা করেন ডা. এনামুল। এতে ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ঘটনা জানাজানি হয়ে গেলে ওই নারীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে ডা. এনামুলকে না পেয়ে তাঁর ওষুধের দোকানে ব্যাপক ভাঙচুর চালায়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তাঁর স্বজনরা।