সেলিম ওসমানের পদত্যাগ, বিকেএমইএর নতুন সভাপতি হাতেম
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এ কে এম সেলিম ওসমান। বিকেএমইএর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাতেম। আজ রোববার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিকেএমইএ এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিকেএমইএর ঢাকা কার্যালয়ে রোববার সংগঠনের পরিচালনা পর্ষদের বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এর আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে এ কে এম সেলিম ওসমান সংগঠনের সভাপতির দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগের ঘোষণা দেন। তাঁর এ সিদ্ধান্ত পর্ষদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পর্ষদ সভায় অনলাইনে যুক্ত হয়ে বিদায়ী সভাপতি সেলিম ওসমান বক্তব্য দেন।
সভায় বিকেএমইএর নতুন পরিচালনা পর্ষদে সহসভাপতি থেকে নির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ফজলে শামীম এহসানকে। এছাড়া পরিচালক থেকে সহসভাপতি হয়েছেন মো. শামসুজ্জামান। নতুন পরিচালনা পর্ষদে সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন মনসুর আহমেদ। সহসভাপতি পদে আরও আছেন অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল, আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদ।