টেস্টে নবম দল হিসেবে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। বাকি থাকলো শুধু ভারত ও সাউথ আফ্রিকা। দেশের বাইরে বাংলাদেশের এটা সপ্তম জয়। এই জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ দল। দুই ধাপ এগিয়ে এখন ছয় নম্বরে উঠে এসেছে টাইগাররা। আর বাংলাদেশের কাছে প্রথমবারের মতো হেরে পাকিস্তান নেমে গেছে আট নম্বরে। ছবি : ডয়চে ভেলে