ভারতে বাড়ল আইফোনের দাম
চীন ও ভারতের মতো বৃহৎ আকারের প্রযুক্তি বাজারের জন্য আইফোনের নতুন মডেল ‘আইফোন এসই’ ছাড়া হয়েছিল অপেক্ষাকৃত কম দামে।
তারপরও ভারতে আশানুরূপ ব্যবসা করতে পারছে না আইফোন। মুক্তি পাওয়ার পর গত এক মাসে মাত্র কয়েক হাজার আইফোন বিক্রি হয়েছে শত কোটি মানুষের দেশ ভারতে।
আর তাই ক্ষতি পুষিয়ে নিতে ভারতের বাজারে আইফোনের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। আইফোন ৬ এর দাম ২৯ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এ খবর জানিয়েছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া।
আইফোন এসই-এর জনপ্রিয়তা বাড়ানোর জন্য এ বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিভিন্ন হারে ছাড় দিয়েছিল অ্যাপল। ছাড় দেওয়ার পর ভারতের বাজারে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের ‘আইফোন এসই’ মডেলের দাম রাখা হয়েছিল ৩৯ হাজার রুপি, ১৬ জিবির ‘আইফোন ৬’ মডেলের দাম ছিল ৩১ হাজার রুপি আর ‘৬এস’ এর দাম ছিল ৪০ হাজার ৫০০ রুপি।
কিন্তু আশানুরূপ বিক্রি না হওয়ায় আইফোন ৫এস এর দাম ২২ শতাংশ বাড়িয়ে তার নতুন দাম ধরা হয়েছে ২২ হাজার রুপি। আগে এর দাম ছিল ১৮ হাজার রুপি। তবে ক্রেতারা কিস্তিতে আইফোন কেনার সুবিধা পাবেন।
ভারতে ‘আইফোন এসই’ মডেলটি জনপ্রিয়তা না পাওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে এর চার ইঞ্চি দৈর্ঘ্যের ছোট স্ক্রিনকে। বাজার বিশ্লেষকরা বলছেন, বড় পর্দার ফোনের বিক্রি বেশি হয় ভারতে।
এ ছাড়া গত মাসে স্যামসাং গ্যালাক্সি এস৭ ও এস৭ এজ ছাড়া হয়েছে ভারতের বাজারে। এই ফ্ল্যাগশিপের কারণেও আইফোনের বিক্রিতে ভাটা পড়েছে বলে মত বাজার বিশ্লেষকদের।