এবার গ্রিষ্মের প্রচণ্ড তাপদাহ এবং বৃষ্টি কম হওয়ায় অনেক এলাকায় তীব্র খরার পর গ্রিসের এথেন্সে একটি ডুবন্ত গ্রাম জেগে উঠেছে। জানা গেছে, গ্রিসের রাজধানী এথেন্সের বাসিন্দাদের জন্য পানির ব্যবস্থা করতে মরনোস লেক তৈরি করা হয়েছিল। ১৯৮০ সালে এই লেক তৈরি করা হয়েছিল। কিন্তু তা করতে গিয়ে কালিও নামের একটি গ্রাম ডুবিয়ে দেওয়া হয়েছিল। লেকটি এখন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। তাই জেগে উঠছে গ্রামটি। ছবি : ডয়চে ভেলে