নরসিংদীতে পৃথক স্থানে যুবতী ও বৃদ্ধের লাশ উদ্ধার
নরসিংদীতে পৃথক স্থান থেকে ১৮ বছরের অজ্ঞাতনামা এক যুবতী ও ৭০ বছরের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে নরসিংদী সদর উপজেলার ভগীরথপুর এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাতনামা (১৮) এক যুবতী ও রায়পুরা উপজেলার মেঘনা নদী থেকে ফজলু মিয়া (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার ভগীরথপুর এলাকার পাকিজা স্পিনিং মিল সংলগ্ন একটি পুকুরে এক নারীর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় তারা। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজের তিনদিন পর সকালে ফজলু মিয়া নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা পুলিশ। নিহত বৃদ্ধ রায়পুরা উপজেলার চরাঞ্চলের বটতলী পুরানপাড়া এলাকার বসিন্দা।