চাঁদপুরের রেলওয়ে মার্কেটে আগুন, দুই কোটি টাকার ক্ষতি
চাঁদপুরে রেলওয়ে হকার্স মার্কেটে আগুনে পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আজ শুক্রবার ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনার সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কমান্ডার মো. ইকবাল হোসেন জানান, আজ ভোররাতে রেলওয়ে হকার্স মার্কেটের একটি দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ সময় আশপাশের এশিয়ান ইলেকট্রনিক্স, আরএফএলের শোরুম, আল আমিন লাইটহাউস, তানহা ক্লথ স্টোরসহ পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চাঁদপুরের নতুন বাজার ও পুরান বাজারের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে তাঁদের প্রায় দুই কোটি টাকার মালামাল পুড়ে গেছে।