জুলাই বিপ্লবে নিহত হৃদয়ের বোনকে চাকরি দিল পটুয়াখালী বিশ্ববিদ্যালয়
জুলাই বিপ্লবে নিহত হৃদয় চন্দ্র তরুয়ার পরিবারকে সহায়তা হিসেবে তার বড় বোন মিতু রানি তরুয়াকে চাকরি দিয়েছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে জুলাই বিপ্লবে নিহত হৃদয় চন্দ্র তরুয়ার একমাত্র বড় বোন মিতু তরুয়াকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি এটেনডেন্ট পদে নিয়োগপত্র তুলে দেন বিশ্ববিদ্যালয়ের নবাগত উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন নিহত হৃদয় চন্দ্র তরুয়ার মা অর্চনা রানী, রেজিস্ট্রারের দায়িত্বে থাকা প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, প্রফেসর মো. জামাল হোসেন, ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া (২২) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৮ জুলাই বিকেল ৩টার দিকে টিউশনি শেষে বাসায় ফেরার পথে গুলিবিদ্ধ হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পাঁচদিন পর মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হৃদয় তরুয়া মারা যান।
গত ২৯ সেপ্টেম্বর রোববার পবিপ্রবির নবাগত উপাচার্য ড. কাজী রফিকুল ইসলাম পটুয়াখালী শহরের মুন্সেফপাড়ায় ভাড়াটিয়া বাসায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়ার শোকাহত বাবা রতন চন্দ্র তরুয়া ও মা অর্চনা রানীর হাতে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় নিহত হৃদয় তরুয়ার পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী নিহত হৃদয় তরুয়ার একমাত্র বোন মিতু তরুয়াকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি এটেনডেন্ট পদে নিয়োগ দিলেন ভিসি ড. কাজী রফিকুল ইসলাম।