প্রথম ঘণ্টায় লেনদেন ৬৫ কোটি টাকা, পতনে সূচক
সব ধরনের সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ রোববার (২৭ অক্টোবর) শুরুর প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টায় লেনদেন হয়েছে ৬৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৬০ দশমিক ২২ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার বিক্রির চাপে ডিএসইর লেনদেন শুরুর দুই মিনিটের মাথায় সূচক পতনে অবস্থান করে। এতে লেনদেন শুরুর প্রথম দুই মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছিল তিন পয়েন্ট। সেখানে থেকে ফের সূচক ডিএসইএক্সের উত্থান হয়। লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটের মাথায় ডিএসইএক্স উত্থান হয়েছিল ১০ পয়েন্ট। তখন ডিএসইএক্স সূচক অবস্থান করেছিল পাঁচ হাজার ১২৪ পয়েন্টে। বেলা বাড়ায় সেই সূচকের উত্থান গতি পতনে ফিরে। লেনদেনের শুরুর প্রথম ৬০ মিনিটে সূচক ডিএসইএক্স ৪৩ দশমিক শূন্য আট পয়েন্ট পতন হয়ে দাঁড়ায় পাঁচ হাজার ৭১ দশমিক ৫১ পয়েন্টে। আলোচিত সময় ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৬৩ দশমিক ৩৮ পয়েন্টে। ডিএসইএস সূচক ৯ দশমিক ৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৩৪ দশমিক ৩১ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৫টির, কমেছে ২১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। লেনদেন করেছে ছয় কোটি ছয় লাখ টাকা। এছাড়া খান ব্রাদার্সের তিন কোটি ৪০ লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের দুই কোটি ৪৯ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের দুই কোটি ১১ লাখ টাকা, ইফাদ অটোসের এক কোটি ৯৯ লাখ টাকা, লংকাবাংলা ফাইন্যান্সের এক কোটি ৯৯ লাখ টাকা, ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের এক কোটি ৮০ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের এক কোটি ৫৩ লাখ টাকা, বিচ হ্যাচারির এক কোটি ৪৮ লাখ টাকা এবং এনআরবি ব্যাংকের এক কোটি ৪৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।