ডিএসইতে এক ঘণ্টায় লেনদেন ১৪৫ কোটি টাকা, উত্থানে সূচক
সব ধরনের সূচক উত্থানে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ বুধবার (৩০ অক্টোবর) শুরুর প্রথম এক ঘণ্টায়, অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত লেনদেন হয়েছে ১৪৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। আলোচিত সময়ে লেনদেনে অংশ নেওয়া ৯১ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা গেছে, শেয়ার কেনার চাপে ডিএসইর লেনদেনের শুরুতে সূচক উত্থানে অবস্থান করে। এতে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ১০ পয়েন্ট। পরে শেয়ার কেনার চাপ আরও বাড়ে। লেনদেন শুরুর প্রথম ৬০ মিনিটে ডিএসইএক্স উত্থান হয়েছিল ৮১ পয়েন্ট। এ সময় সূচকটি দাঁড়ায় পাঁচ হাজার ৯৮ দশমিক ৬২ পয়েন্টে।
আলোচিত সময় ডিএস৩০ সূচক ৩৪ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৯৩ দশমিক ১১ পয়েন্টে। ডিএসইএস সূচক ১৩ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৬ দশমিক ৮৮ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৫৫টির, কমেছে ১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি কোম্পানির শেয়ারদর।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংকের আট কোটি ৮০ লাখ টাকা, একমি ল্যাবের ছয় কোটি সাত লাখ টাকা, বিএসসির পাঁচ কোটি ১১ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের তিন কোটি ৮৫ লাখ টাকা, ইসলামী ব্যাংকের তিন কোটি ৩৯ লাখ টাকা, ইস্টার্ন হাউজিংয়ের তিন কোটি ১৩ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর তিন কোটি আট লাখ টাকা ও লংকাবাংলা ফাইন্যান্সের দুই কোটি ৮৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।