মেহেরপুরে জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক আটক
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম শফিকুল আলমকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে গাংনীর নিজ নিজ বাসা থেকে তাঁদের আটক করে র্যাব-১২ গাংনী ক্যাম্পের একটি আভিযানিক দল।
এম এ খালেক সদ্য সাবেক গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং এ কে এম শফিকুল আলম ২০০৯ সালে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
র্যাব সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য তাঁরা দুজন নিজ নিজ বাড়িতে আওয়ামী সমর্থিত লোকজন নিয়ে ষড়যন্ত্র করছিলেন। এ কারণে তাঁদের আটক করে আদালতে সোপর্দ করার লক্ষ্যে গাংনী থানায় পাঠানো হয়েছে।
গাংনী থানা সুত্রে জানা গেছে আটক দুই আওয়ামী লীগ নেতাকে মেহেরপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।