অভিজ্ঞতা ও অকুতোভয় তারুণ্যের সমন্বয়ে গড়ব বাংলাদেশ : হাসানাত আব্দুল্লাহ
অভিজ্ঞ রাজনীতিবিদদের অভিজ্ঞতা আর অকুতোভয় তারুণ্যের সমন্বয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নুর হোসেন মাঠে ছাত্র সমাবেশে হাসানাত আব্দুল্লাহ এ প্রত্যয় ব্যক্ত করেন।
বিএনপিনেতা মির্জা আব্বাসের উদ্দেশে হাসানাত আব্দুল্লাহ বলেন, ‘পিতা যখন ১৬ বছর ধরে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন, যখন রাস্তায় নামতে পারছিলেন না—তখন গত ৫ আগস্ট সন্তানরাই গুলির সামনে বুক পেতে দিয়েছিল। ওয়াসিম, মুগ্ধ, আবু সাইদরা বুক পেতে দিয়েছিল, তখন রাষ্ট্র ধ্বংস হয়ে যায়নি, বরং পিতার মর্যদা প্রতিষ্ঠিত হয়েছে।’
হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, ‘আপনারা যারা অভিজ্ঞ রাজনীতিবিদ রয়েছেন, আপনাদের অভিজ্ঞতা আর অকুতোভয় তারুণ্যের সমন্বয়ে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।’
হাসানাত আব্দুল্লাহ মির্জা আব্বাসের প্রতি সম্মান রেখে বলেন, ‘পিতারা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তানের কাঁধে হাত রেখে বাকি পথ চলতে হয়। সুতরাং সন্তানকে কটাক্ষ না করে তার কাজ যেন শক্তিশালী হয়, সুদৃঢ হয়, সেটার জন্য পদক্ষেপ নিন।’
হাসানাত আব্দুল্লাহ আরও বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত ১৬ বছর চিকিৎসার অধিকার পাননি, চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। সন্তানরা যখন গুলির সামনে বুক চিতিয়ে দিয়েছে, তখন কিন্তু তাঁর চিকিৎসার ব্যবস্থা হয়েছে। সুতারাং অগ্রজের সঙ্গে অনুজের পার্থক্য করবেন না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই ছাত্র সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম, সমন্বয়ক মিসায়াল সোহাস, আল মেহেরাব, তারিকুল ইসলাম, আবু সাইদ লিয়ন প্রমুখ।