ইকেইউ হাই স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের নিবন্ধন চলছে
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের (ইকেইউ হাই স্কুল) শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। কোটালীপাড়ার রামশীল ইউনিয়নের জহরেরকান্দি গ্রামে অবস্থিত ইকেইউ হাই স্কুলের শতবর্ষ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নিতে শতবর্ষ উদযাপন পরিষদের পক্ষ থেকে সাবেক শিক্ষার্থীদের আহ্বান জানানো হচ্ছে।
নিবন্ধনের জন্য যোগাযোগের ঠিকানা : বনোজ কুমার মজুমদার, প্রধান শিক্ষক ও সাধারণ সম্পাদক, শতবর্ষ পূর্তি উদযাপন কমিটি ২০২৫। মুঠোফোন নম্বর : ০১৭১৮৬০৯০৮৮। ই-মেইল : [email protected]।
উল্লেখ্য, ১৯২৫ সালে রামশীল ইউনিয়নের জহরেরকান্দি গ্রামে প্রয়াত বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী শশীভূষণ মধু পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। দেশভাগ তথা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই বিদ্যালয়ে অনেক গুণী মানুষ অধ্যয়ন করেছেন। যাঁরা কোটালীপাড়ার ভৌগোলিক সীমানা পেরিয়ে জাতীয় পরিচয়ে পরিচিতি পেয়ে, অগ্রগণ্য ব্যক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন।