মামলা জট কমাতে সক্রিয় হচ্ছে গ্রাম আদালত
মামলা জট কমিয়ে আনতে ঝিনাইদহে গ্রাম আদালত সক্রিয় হচ্ছে। এ উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আজ সোমবার (২৫ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অংশীজনদের সমন্বয় সভায় বিষয়টি তুলে ধরেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়।
আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ হাসান, মহিলাবিষয়ক কর্মকর্তা মুন্সি আফরোজা সুলতানা, জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আমিনুল ইসলাম, ব্রাকে জেলা সমন্বয়ক শিপ্রা বিশ্বাস প্রমুখ।
গ্রাম আদালত তৃতীয় প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার মো. রহিদুল ইসলাম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ হবে ২০২৬ সালে। এ সময়ের মধ্যে সব ইউনিয়নে গ্রাম আদালত কার্যকর করা হবে। উচ্চ আদালতের ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত সহায়ক ভূমিকা রাখবে বলে উল্লখ করেন আলোচকরা। কমে আসবে আদালতে মামলার চাপও।