সাধারণ শেয়ারহোল্ডাররা পাবে বিচ হ্যাচারির লভ্যাংশ
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের প্রতিষ্ঠান বিচ হ্যাচারির সর্বশেষ সমাপ্ত হিসাব ২০২৩-২০২৪ অর্থবছরে (জুলাই-জুন) শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত সমাপ্ত হিসাব অর্থবছরের আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল সোমবার (২৫ নভেম্বর) কোম্পানিটির পর্ষদ সভায় এই অনুমোদন দিয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সদ্যসমাপ্ত ২০২৩-২০২৪ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে দুই টাকা তিন পয়সা। আগের সমাপ্ত ২০২২-২০২৩ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৯৩ পয়সা। আলোচিত সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৯৩ পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ৬৬ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৪৯ পয়সা। আগের সমাপ্ত হিসাব অর্থবছরে শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ১০ টাকা ৫৮ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এজিএমের স্থান রাজধানীর তেজগাঁও ইয়ন কনভেনশন সেন্টারে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর।
এছাড়া চলতি অর্থবছরের (২০২৪-২০২৫) প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৫ পয়সা। আগের অর্থবছরের (২০২৩-২০২৪) একই সময়ে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৪৪ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৪১ পয়সা। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ প্রবাহ হয়েছে ৩১ পয়সা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল ছয় পয়সা। গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৩৩ পয়সা। আগের অর্থবছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছিল ১১ টাকা দুই পয়সা।