রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : আসিফ মাহমুদ
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, সমবায় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি গ্রেফতারকে কেন্দ্র করে দেশব্যাপী যেভাবে নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হচ্ছে, তা করতে দেওয়া হবে না। দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার্থে যত বড়ই নেতা হোক না কেন ছাড় দেওয়া হবে না।
আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুর জেলার পীরগাছা ও কাউনিয়া উপজেলার শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও দরিদ্র পীড়িত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণকালে এসব কথা বলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা আরও বলেন, ধর্মীয় বিবেচনায় নয়, যারাই রাষ্ট্রদ্রোহী কার্যকলাপে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার কোনো অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। তিনি বলেন, ২৪-এর ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছি, যাতে করে আর কোনো বৈষম্য না থাকে। শুধুমাত্র কোনো বিশেষ জেলা বা এলাকার উন্নয়ন না করে সুষম উন্নয়নের আওতায় এনে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার।
আসিফ বলেন, রংপুরসহ উত্তরবঙ্গের প্রতি উন্নয়ন বৈষম্য করা হয়েছে। আগামী বাজেটে এ ধরনের কোন বৈষম্য থাকবে না। অনুষ্ঠানের উপস্থিত শহীদ পরিবারের উদ্দেশে তিনি বলেন, আপনারা এভাবে প্রতিটি অনুষ্ঠানে আসবেন, শহীদদের আত্মত্যাগের গল্পগুলো বলবেন, যাতে করে কেউ তাদের ভুলে না যায়।
সভায় গত ৫ আগস্ট ঢাকার মিরপুর-২-এ পুলিশের গুলিতে নিহত শহীদ মামুনের বাবা আজগর আলী, ২০ জুলাই গাজীপুরে এর গুলিতে নিহত রাজমিস্ত্রি মঞ্জুর স্ত্রী রহিমা বেগম তাদের স্বজনদের নিহত হওয়ার করুণ গল্পগাথা তুলে ধরেন।