ইসকন ধর্মীয় উগ্রবাদী ও মৌলবাদী সংগঠন, হাইকোর্টকে বললেন অ্যাটর্নি
ইসকনের বিষয়ে সরকারের অবস্থান ও দেশের সার্বিক পরিস্থিতি আগামীকাল বৃহস্পতিবার সকালের মধ্যে জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ নিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয়, সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতে বলেছেন আদালত। আদালতে ইসকনকে একটি ধর্মীয় উগ্রপন্থী ও মৌলবাদী সংগঠন হিসেবে উপস্থাপন করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।
এর আগে সকালে একজন আইনজীবী ইসকন নিষিদ্ধের আবেদন জানিয়ে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাসহ সার্বিক পরিস্থিতি আদালতের নজরে আনেন। একটি দৈনিক পত্রিকার খবর আদালতে উপস্থাপন করে এ বিষয়ে নির্দেশনা চান ওই আইনজীবী।
এর পরিপ্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, ‘ইসকন সংগঠনটি কাদের, এরা কোত্থেকে এসেছে’। উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ধর্মীয় মৌলবাদী ধর্মীয় উগ্রপন্থী ও মৌলবাদী সংগঠন। তাদের বিষয়ে এরই মধ্যে যাচাই বাছাই করে দেখছে সরকার।’
আদালতকে অ্যাটর্নি জেনারেল জানান, বিষয়টি এখন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় এক আইনজীবী নিহতের ঘটনা ঘটে।
গতকাল মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে ইসকনের অনুসারীরা চট্টগ্রাম আদালত এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা শুরু করলে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তাদের বাধা দেন। এরপর তাকে তুলে নিয়ে আদালতের প্রধান ফটকের বিপরীতে রঙ্গম টাওয়ারের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে সাইফুলকে কুপিয়ে আহত করে ইসকন সদস্যরা। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।