ক্রিকেটে মেয়েদের উন্নতিতে খুশি অধিনায়ক
আয়ারল্যান্ডের বিপক্ষে ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ঘরের মাঠ মিরপুরে আজ বুধবার (২৭ নভেম্বর) বাংলাদেশ জিতেছে ১৫৪ রানের ব্যবধানে। রানের হিসেবে ওয়ানডেতে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এতে তিন ম্যাচ সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।
এমন ম্যাচে দলগত পারফরম্যান্সের সৌন্দর্য দেখিয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে এমন দুরন্ত ছন্দ দেখাতে পেরেছে বলেই এসেছে জয়। লম্বা সময় পর ওয়ানডেতে ফিরে শারমিন আক্তার সুপ্তা খেলেছেন ৯৬ রানের ঝলমলে ইনিংস। চার রানের জন্য সেঞ্চুরি মিস করলেও দলের ভিত গড়ে দেন সুপ্তা। ফারজানা হকের ব্যাট থেকে এসেছে ৬১ রান।
বল হাতে আলো ছড়িয়েছেন বোলাররা। ২৩ রানে তিন উইকেট শিকার করেন সুলতানা খাতুন। দুটি করে উইকেট পান নাহিদা ও মারুফা। বাংলাদেশের ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও আজ দুটি রান আউট করেছেন মেয়েরা। সবমিলিয়ে তিন বিভাগেই ক্রিকেটাররা ছিলেন সরব। দলের দুর্দান্ত পারফরম্যান্সে সবাইকে কৃতিত্ব দিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘ব্যাটাররা চমৎকার খেলেছে। টপ অর্ডার রান পেয়েছে। সুপ্তার ইনিংসটি দারুণ ছিল। সে সেঞ্চুরি মিস করেছে, তবে দলের জন্য খুব প্রয়োজনীয় ইনিংস এটি। বোলাররা নিজেদের কাজ ঠিকঠাক করেছে। দুটি রান আউট করেছি আমরা। আমাদের ক্রিকেটাররা দিন দিন উন্নতি করছে। এটি ইতিবাচক দিক।’