দুর্দান্ত বোলিংয়ে স্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
নাহিদ রানার হাত ধরে দিনের শুরুতেই আনন্দে মাতে বাংলাদেশ। দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের একমাত্র উইকেটটি নিয়েছিলেন নাহিদ রানা। যেখান থেকে দিন শেষ করেন নাহিদ, আজ সোমবার (২ ডিসেম্বর) যেন সেখান থেকেই শুরু করলেন তিনি। এই পেসারের হাত ধরে জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। সেই ধারা ধরে রাখে পুরো প্রথম সেশন। প্রথম ইনিংসে আট উইকেট হারিয়ে ১৩৫ তোলে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের চেয়ে পিছিয়ে আছে ২৯ রানে।
দিনের শুরুতে নাহিদের টপ লেন্থের ডেলিভারিতে জাকির হাসানের হাত ক্যাচ তুলে দেন ক্রেইগ ব্রেথওয়েট। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়কের বিদায়ে ভাঙে দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি। দলীয় ৮৫ রানে আউট হওয়ার সময় ব্রেথওয়েটের ব্যাট থেকে আসে ৩৯ রান। ব্রেথওয়েটের পর দাঁড়াতে পারেননি কাভেম হজও। মাত্র তিন রান করে নাহিদের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন হজ। ৯৩ রানে তিন উইকেট হারায় স্বাগতিকরা। দিনের শুরুতে জোড়া উইকেট নিয়ে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেন নাহিদ।
বাংলাদেশের জন্য হুমকি হতে পারতেন কিচি কার্টি। তবে, বিপদ হয়ে ওঠার আগে তাকে ফেরান পেসার হাসান মাহমুদ। ৪০ রান করে লিটনের তালুবন্দি হন কার্টি। ১০০ রানে চতুর্থ উইকেট হারানো ক্যারিবীয়রা পরবর্তী ২৩ রান তুলতেই হারায় আরও পাঁচ উইকেট। চোখের পলকে ১২৩ রানে আট উইকেটে পরিণত হয় স্বাগতিকরা। বাংলাদেশের সামনে এখন সুযোগ জ্যামাইকা টেস্টে লিড নেওয়ার।
মাত্র ১৬৪ রানের পুঁজি নিয়েও লিড নেওয়ার সম্ভাবনা জাগিয়েছে বাংলাদেশ, যার বড় কৃতিত্ব নাহিদের। একাই চার শিকার করেছেন এই গতি তারকা। হাসান নিয়েছেন দুটি। তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম পেয়েছেন একটি করে উইকেট।