ব্র্যাথওয়েটকে ফিরিয়ে স্বস্তি ফেরালেন তাইজুল
দারুণ বোলিংয়ে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের পরীক্ষা নিচ্ছেন বাংলাদেশ বোলাররা। ধীরে ধীরে কমছে ওয়েস্ট ইন্ডিজের রান রেট। এর মধ্যেই এক প্রান্তে আস্থার সঙ্গে ব্যাটিং করা ক্রেইগ ব্র্যাথওয়েটকে তাইজুল। বাঁহাতি এই বোলারের বলে তুলে মারতে গিয়ে মাহমুদুল হাসান জয়ের হাতে ক্যাচ তুলে ফেরেন তিনি। আউটের আগে করেন ৬৩ বলে ৪৩ রান।
ব্র্যাথওয়েট-কার্টের প্রতিরোধ ভাঙলেন তাসকিন
মধ্যাহ্ন বিরতির আগে লুইসের বিদায়ে কিছুটা ব্যাকফুটে ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেসময় স্কোরবোর্ডে জমা হয় মাত্র ২৩ রান। বিরতির পর ব্র্যাথওয়ের সঙ্গী হন কার্টে। দুজনে ধীরে ধীরে প্রতিরোধ গড়ার চেষ্টা করছেন। ১১ ওভারে দলীয় ফিফটি পূর্ণ হয়। যদিও তাদের জুটি খুব বেশি বড় হতে দেয়নি তাসকিন আহমেদ। দলীয় ৫৭ রানের মাথায় এই পেসারের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন কার্টে। ১৩ বলে ১৪ রান আসে তার ব্যাট থেকে।
সেঞ্চুরি হলো না জাকেরের, কঠিন লক্ষ্য পেল ওয়েস্ট ইন্ডিজ
টেলএন্ডারটা বেশিক্ষণ সঙ্গ দিতে পারবেন না বুঝে মেরে খেলার সিদ্ধান্ত নেন জাকের আলী। চার–ছক্কায় বাংলাদেশকে একাই টানছিলেন। কিন্তু ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা পাওয়া হলো না। ৯১ রানে থাকতে আলজারি জোসেফের বলে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ধরা পড়লেন অ্যালিক অ্যাথানেজের হাতে। জাকের আউটের মধ্য দিয়ে ২৬৮ রানে শেষ হলো বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ২৮৭ রানের লক্ষ্যে কিছুক্ষণের মধ্যেই ব্যাটিংয়ে নামবে ওয়েস্ট ইন্ডিজ।
দিনের শুরুতেই সাজঘরে তাইজুল-মুমিনুল
নাহিদ রানার ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৮ রানের লিড পাওয়ার পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে জ্যামাইকা টেস্টে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। চতুর্থ দিন লিড যতটা সম্ভব বাড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের কাজ বহুগুণ কঠিন করে তুলতে চায় তারা। যদিও দিনের শুরুটা ভালো হয়নি, এরইমধ্যে সাজঘরে দুই ব্যাটার তাইজুল ইসলাম ও মুমিনুল হক। সবমিলিয়ে দলীয় ২১১ রানের মাথায় সপ্তম উইকেট হারাল বাংলাদেশ।
চতুর্থ দিনের শুরু থেকে রয়েসয়ে খেলেন জাকের আলী ও তাইজুল ইসলাম। তবে মারার মতো বল পেতেই বাউন্ডারি আদায় করে নিলেন জাকের। আলজারি জোসেফের ফুল লেংথের বলটা ফ্লিক করে মিড উইকেট দিয়ে চার মারলেন জাকের। দিনের প্রথম বাউন্ডারিতে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের রানও ২০০ পেরোল।
এরপরই খেই হারান তাইজুল।পেসার আলজারি জোসেফের বাড়তি বাউন্সার সামলাতে পারেননি। বুকের ওপর তাক করা বাউন্সারে ব্যাট সরাতে পারেননি তাইজুল। বল ব্যাটের চুমু খেয়ে যায় প্রথম স্লিপে হজের হাতে। ৫০ বলে ১৪ রান যোগ করে লোয়ার অর্ডার ব্যাটসম্যান ফেরেন সাজঘরে। উইকেটে নতুন ব্যাটার হিসেবে নামেন মুমিনুল হক। ক্যারিয়ারে এবারই প্রথম আটে ব্যাটিংয়ে নামলেন মুমিনুল। যদিও রানের খাতাই খুলতে পারেননি তিনি। চতুর্থ দিনে লিডটা আর কত বাড়াতে পারে মেহেদী হাসান মিরাজের দল, এখন সেটাই দেখার অপেক্ষা।
চতুর্থ দিনের খেলা শুরু, বড় লিডের স্বপ্ন বাংলাদেশের
চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জাকের আলী ও তাইজুল ইসলাম ব্যাটিংয়ে নেমেছেন। আজ বড় লিডের খোঁজে অতিথিরা। লিড যত বড় হবে বাংলাদেশের জয়ের সম্ভাবনা তত বাড়বে। কাজটা কঠিন। তবে অসাধ্য নয় নিশ্চয়ই। প্রথম ইনিংসে ব্যাটিং ভালো না হলেও প্রতি আক্রমণে গিয়ে দ্বিতীয় ইনিংস ভালো করেছে বাংলাদেশ। ২১১ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছে মেহেদী হাসান মিরাজের দল। ৫ উইকেটে দলের সংগ্রহ ১৯৭ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ ১৬৪ রানে গুটিয়ে যায়। স্বল্প পুঁজি নিয়ে বোলাররা দারুণ লড়াই করে। পেসার নাহিদ রানার তোপে পুড়ে ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় ১৪৬ রানে। ১৮ রানের লিড পায় বাংলাদেশ।