মালয়েশিয়ায় অফিস খুলল ফেসবুক
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে নতুন একটি আঞ্চলিক অফিস খুলেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এ খবর জানিয়েছে বার্তাসংস্থা আইএএনএস।
ফেসবুকের দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যবস্থাপনা পরিচালকব কেনেথ বিশপ বলেন, ‘মালয়েশিয়ায় ফেসবুকের অফিস খোলা একটি তাৎপর্যপূর্ণ বিষয়। আমরা মালয়েশিয়ানদের তাদের ব্যবসার কাজে আরো কার্যকরভাবে সাহায্য করতে চাই।’
মালয়েশিয়ায় ফেসবুকের কাজ সম্পর্কে বিশপ বলেন, ‘মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে আরো কীভাবে পৌঁছানো যায় তা নিয়ে কাজ করবে মালয়েশিয়ার আঞ্চলিক অফিস।’
কিছুদিন আগে মালয়েশিয়ান রিসার্চ ফার্ম টিএনএসের দেওয়া তথ্যমতে, ‘৯৪ শতাংশ মালয়েশিয়ান যেকোনো পণ্য খোঁজার জন্য এখন ফেসবুকের সহায়তা নেয়। এর মধ্যে ৬২ শতাংশ ফেসবুকে খোঁজখবর নেওয়ার পর পণ্য ক্রয় করে থাকে।’
আর সে কারণেই মালয়েশিয়ান গ্রাহকদের কাছে পৌঁছাতে চাইছে ফেসবুক। বিভিন্ন পণ্য কেনাবেচার জন্য মালয়েশিয়ানরা এখন ফেসবুকেই অনেক বেশি সক্রিয়।
বর্তমানে এক কোটি ৮০ লাখ মালয়েশিয়ান ফেসবুক ব্যবহার করেন। এ ছাড়া ছবি শেয়ারিং অ্যাপ্লিকেশন ইনস্টাগ্রাম ব্যবহার করে আরো ৬০ লাখের মতো। ইনস্টাগ্রামের মালিকানাও ফেসবুকের হাতে রয়েছে।
ফেসবুকের মালয়েশিয়া অফিসের দায়িত্ব নিয়েছেন নিকোলে ট্যান। এর আগে তিনি জে. ওয়াল্টার থম্পসন নামের একটি বিজ্ঞাপনী সংস্থার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
নতুন দায়িত্ব সম্পর্কে নিকোলে ট্যান বলেন, ‘মালয়েশিয়ানরা ফেসবুকে বেশ সক্রিয়। আর বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীই মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুক ব্যবহার করে থাকে। স্মার্টফোনের সাহায্যে ফেসবুকে ভিডিও দেখে তারা। দক্ষিণ-পূর্ব এশিয়ার যেকোনো দেশের তুলনায় মালয়েশিয়ার ফেসবুক ব্যবহারকারীরা বেশি সক্রিয়।’
ফেসবুকের পক্ষ থেকেও বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে দ্রুত সম্প্রসারণশীল বাজার হচ্ছে মালয়েশিয়া। কারণ দেশটিতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে আর সেই সঙ্গে বাড়ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যবহার। প্রতিদিন নতুন নতুন মানুষ যুক্ত হচ্ছে এসব প্ল্যাটফর্মে। গত মাসে ফিলিপাইনে অফিস চালু করেছে ফেসবুক।