যুক্তরাষ্ট্রে অ্যাপলের চেয়ে এগিয়ে স্যামসাং
যুক্তরাষ্ট্রের বাজারে দীর্ঘদিন প্রতিযোগিতায় এগিয়ে ছিল অ্যাপল। স্যামসাং মাঝে মাঝে ভালো করলেও আবারো পিছিয়ে গেছে অ্যাপলের তুলনায়। তবে এবার স্যামসাংয়ের অবস্থানের পরিবর্তন ঘটেছে। অ্যাপলকে হটিয়ে শীর্ষস্থান দখল করে নিয়েছে দক্ষিণ কোরিয়ার এই প্রযুক্তি প্রতিষ্ঠান।
বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ জানিয়েছে এ খবর। প্রায় ১১ মাস পর যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে ফিরে এসেছে স্যামসাং। গত বছরের এপ্রিলে অ্যাপলের কাছে শীর্ষ অবস্থান হারিয়েছিল স্যামসাং।
কাউন্টারপয়েন্ট রিসার্চের তথ্যমতে, গত মার্চে যুক্তরাষ্ট্রের বাজারে স্যামসাংয়ের অবস্থান ছিল ২৮ দশমিক ৮০ শতাংশ। যেখানে অ্যাপলের অবস্থান ২৩ শতাংশ। ফলে দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে অ্যাপল। স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ফোন গ্যালাক্সি এস৭ এর কারণেই অবস্থান পুনরুদ্ধার করতে পেরেছে স্যামসাং।
গত বছরে মুক্তি পেয়েছিল স্যামসাং গ্যালাক্সি এস৬। সেই স্মার্টফোনের তুলনায় গ্যালাক্সি এস৭ তুলনামূলক ভালো সাড়া ফেলেছে। এ ছাড়া আইফোন ৬এসের বিক্রিও অনেকাংশেই কমেছে।
স্যামসাং এবং অ্যাপলের পরই যুক্তরাষ্ট্রের বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে এলজি। যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে এলজির দখলে রয়েছে ১৭ দশমিক ১ শতাংশ। গত মার্চে মুক্তি পায় এলজি জি৫ ফ্ল্যাগশিপ। এর মাধ্যমে বাজারে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে এলজি।
এর বাইরে যুক্তরাষ্ট্রের বাজারে এখন ভালো অবস্থানে রয়েছে জেডটিই। যুক্তরাষ্ট্রের বাজারে এর অবস্থান এখন চতুর্থ। বাজারের ৪ দশমিক ৫ শতাংশ স্থান দখল করে রেখেছে অ্যালকাটেল, অবস্থান ৫ম।
এরপরে রয়েছে চীনের আরেক প্রতিষ্ঠান হুয়াওয়ে। তবে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে হুয়াওয়ের দখলে রয়েছে মাত্র ১ শতাংশ।