মালয়েশিয়ায় বাধ্যতামূলক হলো শ্রমিকদের স্বাস্থ্যপরীক্ষা
মালয়েশিয়ায় যেসব বিদেশি শ্রমিক কাজ করতে চান, তাঁদের অবশ্যই নিয়মিতভাবে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। নাগরিকদের সংক্রামক রোগের হাত থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
বিদেশি শ্রমিক এবং অবৈধ অভিবাসী ইস্যু নিয়ে এক বৈঠকের পর এসব শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার এক প্রস্তাবে সম্মত হয় মালয়েশিয়ার মন্ত্রিসভা কমিটি।
কমিটির সভাপতি মালয়েশিয়ার সহকারী প্রধানমন্ত্রী দাতুক সেরি আহমাদ জাহিদ হামিদি এক বিবৃতিতে জানিয়েছেন, বিদেশি শ্রমিকরা যত দিন মালয়েশিয়ায় থাকবে, তত দিন তাদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা কর্মসূচিতে অংশ নিতে হবে। মালয়েশিয়ার নাগরিকদের মধ্যে যেন সংক্রামক রোগ ছড়িয়ে না পড়ে, সে জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিবৃতির বরাত দিয়ে নিউ স্ট্রেইট টাইমসের খবরে বলা হয়, স্বাস্থ্যপরীক্ষা কর্মসূচিকে এমনভাবে সাজানো হয়েছে যেন এটা নিশ্চিত হয় যে, যেসব বিদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজ করবে, তারা অবশ্যই কোনো ধরনের সংক্রামক রোগ এবং মাদকাসক্তিমুক্ত। স্বাস্থ্য সংক্রান্ত জাতীয় নিরাপত্তার স্বার্থেই এটা করা হয়েছে।
নিয়োগদাতাদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে মন্ত্রিসভা কমিটি। নিরাপত্তার স্বার্থেই বিদেশি শ্রমিকদের জন্য কেন্দ্রীয় আবাসন ব্যবস্থা গ্রহণের জন্য নিয়োগদাতাদের নির্দেশ দেওয়া হবে।
দেশটির সহকারী প্রধানমন্ত্রী জাহিদ হামিদি বলেন, এসব ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে অভিবাসন বিভাগ বিদেশি শ্রমিকদের যেকোনো ধরনের নবায়নের আবেদন ফিরিয়ে দিতে বাধ্য হবে।
গত ৩১ মার্চ পর্যন্ত মালয়েশিয়ায় নিবন্ধিত বেসরকারি শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে ১ দশমিক ৯৯ মিলিয়ন (১৯ লাখ ৯০ হাজার)। দেশের বিভিন্ন খাতে বিদেশি শ্রমিকদের চাহিদা বাড়লেও সরকার জানিয়েছে, নিয়োগের ক্ষেত্রে অবশ্যই মালয়েশিয়ার নাগরিকদের প্রাধান্য দিতে হবে।