ভোলায় ঘরচাপায় দুজন নিহত, আহত অর্ধশতাধিক
ঘূর্ণিঝড়ে ঘর ভেঙে চাপা পড়ে ভোলায় দুজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তজুমদ্দিন উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তজুমদ্দিন এলাকার নয়নের স্ত্রী রেখা বেগম(৩৫) এবং একই এলাকার মফিজের ছেলে মো. আকরাম হোসেন (১২)।
এ ছাড়া ঘূর্ণিঝড়ে জেলার বিভিন্ন উপজেলায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এসব ঘটনায় ঘর ও গাছের নিচে চাপাপড়ে অর্ধ শত লোক আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) মো. সেলিম উদ্দিন জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে জেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া ঘর ও গাছের নিচে চাপা পড়ে অনেক লোক আহত হয়েছে। এ ঘটনায় এক শিশু ও এক নারী নিহত হয়েছে।
ডিসি আরো জানান, নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পরে প্রয়োজনে নিহতের পরিবারকে আরো আর্থিক সাহায্যের আশ্বাস দেন তিনি।
তবে ঘূর্ণিঝড় মোকাবিলায় ভোলার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা প্রস্তুত রয়েছেন বলেও জানান এ জেলা প্রশাসন কর্মককর্তা ।